সোহাগ খান (স্টাফ রিপোর্টার) :
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা। গতকাল সোমবার (২৮জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা পূর্ব মান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ রাজু (৪৮), ২. আনোয়ার হোসেন (২৮), ৩. মোঃ রোকনুজ্জামান (৪৫), ৪. মোঃ সুমন হাওলাদার (২৮), ৫. মোঃ শামিম হাওলাদার (৩০), ৬. মোঃ খলিল (৩২), ৭. মোঃ আলী (৩৮), ৮. অহিদুল শিকদার (২৭), ৯. মোঃ আজিজুর (৩৪), ১০. মোঃ শহিদুল ইসলাম (৪২), ১১. মোঃ কামাল চৌধুরী (২৭), ১২. মোঃ রুবেল (৩৮), ১৩. মোঃ হাসান (৩৮), ১৪. মোঃ ইমরান (২৯), ১৫. মোঃ ইউসুফ (৩৪), ১৬. মোঃ আলাউদ্দিন (৩৮), ১৭. মোঃ সুজন বেপারী (৩৫) ও ১৮. মোঃ মোক্তার চৌকিদার (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২৬০ টি জুয়া খেলার কার্ড (তাস), ১৫ টি মোবাইল ফোন ও নগদ- ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়াসেল থেকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।