সোহাগ খান, স্টাফ রিপোর্টার : ঢাকার দক্ষিন কেরানীগঞ্জর কদমতলী এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০ সদস্যরা। বুধবার ২৩জুন রাত পৌনে ১২টার দিকে তাদের কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আক্তার (১৪), মোঃ আল আমিন (১৪), মোঃ তায়েব (১৯) ও আব্দুল আহাদ (১৯) বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি সুইচ গিয়ার চাকু, ১টি ছোড়া ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তরা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকু ও ছোড়ার ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।