সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
শুক্রবার ২৬ই ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাচটার দিকে র্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা ডটকম কে জানান। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইনতা ২ নং ওয়ার্ড পূর্বপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় নয় জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬ (একশত ছাপ্পান্ন) পিস জুয়া খেলার কার্ড, ৫টি মোবাইল ফোন ও নগদ- ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম, মোঃ সাইদ মিয়া (৫১), মোঃ আনু মিয়া (৩৫), মোঃ আলম (৭০), মোঃ বিল্লাল হোসেন (৩৯), মোঃ হৃদয় (২০), মোঃ রাব্বি (২১), মোঃ মাসুদ (২১), সীমান্ত রায় (২০) ও মোঃ পাবেল (২০) বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।