সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
ঢাকার কেরানীগঞ্জে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
বৃহস্পতিবার ২৫ই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা ডটকম কে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ (আটচল্লিশ) পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ- ২.২১০/-(দুই হাজার দুইশত দশ) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১. মোঃ সোহেল মিয়া রাজন (৩৮), ২. দুখু মিয়া (৪২) ও ৩. মোঃ সোহেল (৩৭) বলে জানা যায়। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।