কেরানীগঞ্জে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার।
সোহাগ খান,স্টাফ রিপোর্টার :
কেরানীগঞ্জ মডেল থানাধীন নামা বাড়ি এলাকায় তানিয়া আক্তার (১৫) নামের এক কিশোরী কে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজন কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো টার দিকে ভিকটিমের পিতা-মাতার অনুপস্থিতির সুযোগে পিতার ব্যবসায়িক বন্ধু মো: হোসেন মৃধা (৩৫) তানিয়া আক্তার কে ধর্ষনের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, ভিকটিমের মাতা মর্জিনা বেগম(৩৪) এর অভিযোগের ভিত্তিতে কেরাণীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এসআই( নি:) শেখ আবজালুল হক অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।