কেরাণীগঞ্জে আট জুয়াড়ি র্যাবের হাতে গ্রেফতার।
সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ০৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
রবিবার রাত সোয়া এগার টার দিকে চুনকুটিয়া কালিবাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। এসময় জুয়া খেলার সরঞ্জাম, সাতটি মোবাইল ফোন, নগদ চার হাজার পাচ’শ ছেচল্লিশ টাকাসহ আটজন কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শেখ মো. সাজু (৩৫), মো. আতিকুর রহমান (৩৫), মো. জাহাঙ্গীর হোসেন
(২৭), মো. আশিক খান (২৬), খোকন বর্মন (৩৬), রাজু সাহা (২৬), মো. সাত্তার সরদার (৪০) ও চন্দ্রবান মন্ডল (৩২) বলে জানা যায়।
র্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।