সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ৬শ’ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে সোমবার বিকালে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পি.এম পাইলট স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের হাতে কম্বল তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার বিপিএম,পিপিএম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মো. সাইদুর রহমান পিপিএম,(অপরাধ উত্তর), ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুর রহমান( জেলা বিশেষ শাখা), অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ূন কবির (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি(উত্তর)।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবীর (কেরানীগঞ্জ সার্কেল), কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার বিপিএম,পিপিএম বলেন, মাথাপিছু আয়, শিক্ষার হার, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্যবিমোচন তথা সবকিছুতেই বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। এই গতি ধরে রাখতে হবে। মুজিব শতবর্ষে এটাই হোক আমাদের অঙ্গীকার।