যশোর জেলার শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জুয়েল ইমরান।
রবিউল ইসলাম যশোর:-
যশোর জেলা পুলিশের ডিসেম্বর/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় কাজের মূল্যায়ণে শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল মোঃ জুয়েল ইমরান। যশোর জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর সভাপতিত্বে ডিসেম্বর/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় অস্ত্র গুলি, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃঙ্খলা রক্ষা,মামলার রহস্য উদঘাটন সহ বিশেষ দক্ষতার জন্য জেলার শ্রেষ্ট সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়ে এই গৌরব অর্জন করেন তিনি। বৃহস্পতিবার (৭ ই জানুয়ারি ) সকাল ১০ ঘটিকায় যশোর জেলা পুলিশ লাইন্সে যশোর জেলা পুলিশের ডিসেম্বর/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় যশোর জেলার শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা জুয়েল ইমরানের এর হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম। এ সময় জেলার সকল থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল জুয়েল ইমরান বলেন, এই অর্জন বেনাপোল পোর্ট থানা, শার্শা থানা, ও ঝিকরগাছা থানার সুদক্ষ অফিসারদের ভালো কাজের ফলে পেয়েছি । এছাড়া উক্ত সভায় পুলিশ সুপার জানান, আগামীতে ভালো কাজের জন্য পুরুস্কার সংখ্যা বৃদ্ধি করা হবে যাতে করে পুলিশের কাজের প্রতি আস্থা বেড়ে যায়।