র্যাব সেবা সপ্তাহ ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে র্যাব- ১০ এর শীতবস্ত্র বিতরণ।
সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) ০১লা জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত র্যাব সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার (০৭ জানুয়ারী) সকাল ১১টার দিকে র্যাব-১০, কেরানীগঞ্জ ক্যাম্পে সাড়ে তিন শতাধিক দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, র্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ। এছাড়াও র্যাবের সকল সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে র্যাব সেবা সপ্তাহের সপ্তম দিনের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।