সোহাগ খান (স্টাফ রিপোর্টার):
চট্টগ্রাম মহানগরীর পাচলাইশ থানার শল্কবহর এলাকার রওশন বোডিং এর মেইন গেইটের সামনে থেকে ১৯১৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব-১০ ডিএডি বদিউল আলম বিষয় টি নিশ্চিত করে বলেন, সোমবার (২রা নভেম্বর) আনুমানিক রাত ০৩ টায় (র্যাব-১০) হেড কোয়ার্টার কোম্পানি অধিনায়ক মেজর শাহরিয়ার মোঃ জিয়াউর রহমান,এবং সিনিয়র এএসপি শাহিন এর নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উনিশ হাজার এক শত ষাশট্টি(১৯১৬৭) পিস ইয়াবাসহ মোঃ শামসুল আলম (২৮) ও মোঃ ফারুক (৩০) নামের দুই মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার করেছে (র্যাব-১০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। ধৃত আসামীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিল ১০(গ) ধারায় অপরাধ করেছে। আসামীদ্বয় গনকে পাচলাইশ থানা চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে।