কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
কেরানীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে কেক কেটে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। সভাপতির বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল (ভূমি) সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল রনী, উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ দক্ষিন (ভূমি) সহকারী কমিশনার আবু রিয়াদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ, কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া পিপিএম। পরে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান উপজেলা অডোটরিয়াম হলে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করেন। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিন কেরানীগঞ্জ থানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।