কেরানীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
ঢাকা রিপোর্টার:
জমকালো অনুষ্ঠানের মধ্যে পালিত হলো কেরানীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ কমিটির তরুন ও যুব সংঘের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী। রামের কান্দা সপ্নপরী ক্যাফে সন্ধা ৭ঃ৩০ মিনিটে আয়োজন করা হয় কেরানীগঞ্জ অন্যায় প্রতিবাদ কমিটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাহাঙ্গীর আলম
মনির বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনসাফ সুমন মোবাইল ভিডিও কলে যুক্ত ছিলেন কেরানীগঞ্জ অন্যায় প্রতিবাদ কমিটির প্রতিষ্ঠাতা সেলিম খান ও সিনিয়র সদস্য নিশাদ খান আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ অন্যায় প্রতিবাদ কমিটির সদস্যরা হলেন রেজাউল করিম রাজু, পিয়াস মাহমুদ,মোঃ আলি শরীফ, আরফিন শুভ, সানি খান,মোঃ সোহান,মোঃ মুরাদ, নাহিদুল ইসলাম চয়ন, রেজাওন আহমেদ সুমিত,ইমদাদুল আহমেদ আরাফাত, ফাহিম খান, ফারহিন ইসলাম, মোঃ আশিক, রাকিব, সোয়েব আহমেডি। আহমেদ জিসান, আরো অনেকে। প্রধান অতিথি জাহাঙ্গীর আলম মনির বলে সংগঠন কে শক্তি শালী করতে হলে আগে বড়দের সম্মান করতে হবে ছোটদের স্নেহ করতে হবে আর যেখানে অন্যায় করা হয় সেখানে সে যদি নিজের পরিবার হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বক্তব্য ইনসাফ সুৃনম বলেন তিনি আগে রাজনীতি সাথে জরিত ছিলেন এখন সে রাজনীতি ছেড়ে যুব ও তরুণদের নিয়ে সৎ ও ন্যায়ের সাথে যে কোন ভালো কাজে ভূমিকা পালন করে তিনি আরো বলেন সংগঠন কে শক্তি শালী করতে বড়দের সহযোগিতা দরকার ও সকলকে সাহসী ভুমিকা পালন করতে হবে।