সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
রাজধানী ঢাকার চকবাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
বৃহস্পতিবার ২৫ই ফেব্রুয়ারি বেলা সাড়ে বারোটার দিকে চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে ভুয়া র্যাব পরিচয় দানকারী মোঃ ফরহাদ (৩০) নামের এক ভুয়া র্যাব সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি র্যাব জ্যাকেট, ১টি মোবাইল ফোন ও নগদ- ১০,০০০ (দশ হাজার) টাকা জব্দ করা হয়।
র্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা ডটকম কে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি
র্যাবের অনুরূপ জ্যাকেট পরিধান করে দীর্ঘদিন যাবৎ চকবাজার সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় র্যাব পরিচয়ে র্যাবের মোবাইল কোর্টের হুমকি দিয়ে বিভিন্ন কসমেটিক দোকানদারদের নিকট চাঁদা দাবী করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।