সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
যথাযথভাবে নিয়ম না মানার কারণে দেশে বহু ভবন ধসের ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণ স্থানে বিল্ডিং তৈরীর নিয়মনীতি না মেনে ভবন তৈরি অব্যাহত রয়েছে। বিষয়টি উদ্বেগজনক। নিয়মনীতির তোয়াক্কা না করে ভবন তৈরির কারণে শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জের পূর্ব চড়াইল খেলার মাঠের পাশের একটি ৩ তলা আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উদ্ধার কাজ করছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানিয়েছেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, বাড়ি মালিকের দেওয়া তথ্য অনুযায়ী ভবনে সাত জন ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু। তারা সবাই বাড়ি মালিকের পরিবারের সদস্য। কোনো ভাড়াটিয়া ভবনে ছিলেন না।
কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেল, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভিন ধসে পড়া ভবন পরিদর্শন করেছেন। এ সময় তিনি ধসে পড়া ভবনের আশপাশের ৫টি অপরিকল্পিত বাড়ি সিলগালা করে দেন। একই সঙ্গে সিলগালা ভবনের গ্যাস পানি ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেন।